Skip to content

২৪ ঘণ্টায় এক হাসপাতালেই জন্ম ১৮ জমজ শিশুর,বিরল ঘটনা!

1 min read

বর্ধমান, নিজস্ব সংবাদদাতা : ২৪ ঘণ্টার মধ্যে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জন্ম হল ১৮ জমজ শিশুর। সদ্যজাতদের মধ্যে শিশু কন্যার সংখ্যা ১১ জন। অন্যদিকে পুত্র সন্তান ৭ জন। এমনকী জন্মের পর থেকে মা ও সন্তানদের মধ্যে কারও কোনও শারীরিক অসুস্থতা দেখা যায়নি। তবে স্বাভাবিকের থেকে ওজন কম রয়েছে চার শিশুর। হাসপাতালের সুপার তাপস ঘোষ জানাচ্ছেন, "জমজ শিশুর জন্ম সবসময়ই ঝুঁকিপূর্ণ। সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই অসাধ্য সাধন করেছেন জুনিয়র ডাক্তাররাও। এদিকে একেবারে ১৮ জমজ শিশুর জন্মে খুশির হাওয়া গোটা হাসপাতালেই।

Latest