Skip to content

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো!

অপূর্ব মজুমদার : ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেজে উঠেছে নন্দন চত্বর। শীতের ফুরফুরে হাওয়া গায়ে মেখে সিনেমাপ্রেমীরা হাজির হয়েছিলেন সেখানে। প্রথমদিনই নজর কেড়েছেন অপর্ণা সেন। তাঁকে নিয়ে একটি ডকু ছবি তৈরি করেছেন তাঁর পরিচালক সুমন ঘোষ। ছবির নাম দিয়েছেন ‘পরমা’। উল্লেখ্য ‘পরমা’ নামের একটি ছবি অপর্ণা নিজেই পরিচালনা দিয়েছিলেন বহুগুলো বছর আগে। তাতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন রাখি গুলজ়ার।

সুমনের ডকু ছবিটি দেখতে অনেকেই এসেছিলেন। তাঁকে নিয়ে তৈরি সিনেমা দেখতে দেখতে খুবই আবেগঘন হয়ে পড়েছিলেন অপর্ণা। পুরোনোদিনের অনেক কথাই মনে পড়ে যাচ্ছিল তাঁর। মঞ্চে উঠে জানিয়েছেন, তিনি নিজেই সুমনকে ছবি তৈরি করার অনুমতি দিয়েছেন। কেবল কিফে নয়, বিদেশের বহু জায়গায় ইতিমধ্যেই ছবির প্রদর্শনী করেছেন সুমন।প্রথম দিনে কিফের ঝুলি থেকে বেরিয়েছে আরও এক চমক। বিখ্যাত বাঙালি পরিচালক তপন সিনহাকে সম্মান জানাতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই প্রদর্শনীর উদ্বোধন করেছেন অভিনেত্রী শতাব্দী রায়। উপস্থিত ছিলেন কিফের চেয়ারম্যান, তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায়,তপন সিনহা ও অরুন্ধুতীদেবীর পুত্র অনিন্দ্য সিনহাও।

Latest