Skip to content

৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল হয়ে গেলো শিলিগুড়ির রামকিঙ্কর আর্ট গ্যালারিতে!

শিলিগুড়ি নিজস্ব প্রতিবেদন : ৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল হয়ে গেলো শিলিগুড়ির রামকিঙ্কর আর্ট গ্যালারিতে পুলিশ কর্তার উদ্যোগে।থার্ড আই আর্টিস্ট গোষ্ঠীর সভাপতি অংশুমান সাহা (আইপিএস) ও দাভগ্রাম শিলিগুড়ির র‍্যাফের কমান্ডান্টের উদ্যোগে এবং শিল্পী তথা জওহর নবোদয় বিদ্যালয়ের আর্ট শিক্ষক সোমনাথ বিশ্বাসের ব্যাবস্থাপনাই দেশ বিদেশের ৩২ জন শিল্পীদের নিয়ে ৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালটি হয়। অনুষ্ঠিত হয় ২০শে অক্টোবর থেকে ২৩শে অক্টোবর। থিম ছিল গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড নেচার। প্রায় ১৫০ টি ছবি স্থান পেয়েছিল এই গ্যালারিতে।মিডিয়া কাভারেজ ও মিডিয়া পার্টনার ছিল  বিপ্লবী সংবাদ দর্পন প্রিন্ট ও ডিজিটাল মিডিয়া হাউস । শিলিগুড়ির দুধিয়াতে প্লেন ওয়ার্কশপ হয় বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীরা ছবি আঁকেন ও মেসেজ দেন প্রকৃতিকে বাঁচাতে হবে। তার জন্য গাছ কাটা চলবে না গ্লোবাল ওয়ার্মিং রুখতে হবে। সমাজের মধ্যে এই স্বচেনাতা ছড়িয়ে দিতে হবে এটাই ছিল ওয়ার্কশপের উদ্দেশ্য।এছাড়া সোমনাথ বিশ্বাস আরো বলেন শিলিগুড়িতে আমরা এই প্রথম এই ধরনের ওয়ার্কশপ প্রথম করলাম তবে সাধারণ লোক ও শিল্প প্রেমীদের অনেক সারা পেয়েছি।এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন।প্রোগ্রাম অনুষ্ঠানের শেষে সমস্ত পার্টিসিপেন্টদের হাতে স্মারক ও certificate তুলে দেন বিশিষ্ঠ অতিথিরা।

Latest