Skip to content

বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল, বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় !

সদ্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। বীরভূম থেকে বিজেপির হয়ে লড়বেন দেবতনু ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যয় কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।”

নিজস্ব সংবাদদাতা :  শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যয় গেলেন বীরভূমের খয়রাশোলে, তারকা প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করতে। সেখান থেকেই তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন এই কেন্দ্রে সদ্য মনোনয়ন বাতিল হওয়া বিজেপি প্রার্থী, আইপিএস দেবাশিস ধরকে। তাঁর কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।” তিনি নিজেও প্রার্থী এবারের লোকসভা ভোটে। ডায়মন্ড হারবারের মতো হাইভোল্টেজ কেন্দ্রে এখনও সেভাবে প্রচারে দেখা যায়নি তাঁকে। কারণ, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রচারক। তাই জেলায় জেলায় ঘুরে বিভিন্ন কেন্দ্রের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যয় ।

একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচির বুথে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছিল । অভিযোগ, ভোটের সময় গন্ডগোলের জেরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছিল। সে সময় জেলার পুলিশ সুপারে দায়িত্বে ছিলেন দেবাশিস ধর। ঘটনার জেরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কম্পালসরি ওয়েটিংয়ে ছিলেন। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আচমকা চাকরি থেকে ইস্তফা দিয়ে দেবাশিস ধর বীরভূমে বিজেপির প্রার্থী হন। কিন্তু সদ্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। বীরভূম থেকে বিজেপির হয়ে লড়বেন দেবতনু ভট্টাচার্য। রাজ্য পুলিশের চাকরি থেকে ইস্তফা দিলেও ‘নো ডিউস সার্টিফিকেট’  পাননি দেবাশিস ধর। অর্থাৎ রাজ্য় সরকারের তরফে তাঁকে পদত্যাগে ছাড়পত্র দেওয়া হয়নি। সেই কারণে মনোনয়ন বাতিল হয়েছে তাঁর। অর্থাৎ ভোটে লড়তে পারবেন না আইপিএস । এ নিয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হলেও মামলা গৃহীত হয়নি। এবার তা নিয়েই এদিন দেবাশিস ধরকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন  দেবাশিস ধরকে কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ও । তাঁর কথায়, ”ওঁর অবস্থা লগ্নভ্রষ্টা কনের মতো। সব প্রস্তুতি শেষ। শেষে বরই এল না। বিয়েও হল না।”।

Latest