Skip to content

২৬শে ফ্রেব্রুয়ারি ঘাটালে প্রচারে আসছেন না দেব,সেই সভা হবে মার্চে!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : এই আবহে মার্চ মাসেই দেবের সমর্থনে প্রচারে ঘাটালে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ঘাটালে এসে জনসভা করতে পারেন অভিষেক।মার্চ মাসেই লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে। সম্ভবত তার পরেই হবে ওই সভা। তবে বৃহস্পতিবার দেবের ঘাটাল সফর বাতিল হয়। একই সঙ্গে জানানো হয়, ফেব্রুয়ারির পরিবর্তে সেই কর্মসূচি মার্চ মাসে হবে। দেবের ঘাটালে এসে রোড শো করার কথা ছিল। তার সঙ্গে কেশপুরেও যাওয়ার কথা ছিল সাংসদের। কেশপুরে গিয়ে নিজের বাড়িতেও যাওয়ার কথা জানিয়েছিলেন দেব। প্রাথমিক ভাবে সেই সব কর্মসূচি আপাতত বাতিল বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুতাইত বলেন, দেবের সভা আপতত বাতিল। মার্চ মাসে সে সভা হবে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দেব থাকবেন। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

Latest