Skip to content

দামোদর নদীতে ভেঙে পড়ল পানীয় জলের লোহার সেতু!

নিজস্ব সংবাদদাতা : আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত কালাঝাড়িয়া এলাকায় দামোদর নদীর উপর নির্মিত পানীয় জলের লোহার সেতু ভেঙে পড়ল। Public Health Engineering (PHE) দফতরের অধীনস্থ এই সেতুর সঙ্গে সংযুক্ত মূল পাইপলাইনটিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে আসানসোল শহরের একাধিক অঞ্চলে আগামী কয়েক দিন জল পরিষেবা ব্যাহত থাকবে বলে অভিযোগ।

সূত্রের খবর, কল্যাণপুর হাউসিং সহ শহরের বিস্তীর্ণ এলাকায় এই পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করত PHE। ব্রিজ ও পাইপলাইন ভেঙে যাওয়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে জল পরিষেবা। ঠিক কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনও জানাতে পারেনি প্রশাসন।

Latest