Skip to content

আয়ুষ্মান-মেয়ের উদ্দাম নাচ ভাইরাল

1 min read

নিজস্ব সংবাদদাতা : বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ আয়ুষ্মান খুরানা। তাঁর সাবলীল অভিনয় বারবার মন ছুঁয়ে যায় দর্শকের। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। এই চর্চার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আয়ুষ্মানের উদ্দান নাচ। তাঁর সঙ্গী ছোট্ট মেয়ে। বাপ-বেটির সেই ভাইরাল নাচের ভিডিয়োটি ক্যাপচার করেছেন আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ। হৃত্বিক রোশন আর দীপিকা পাডুকোনের নতুন ছবি ফাইটারের ফেমাস গান ঘর কে শের খুল গ্যায়ের তালে বাড়ির একটা জায়গার এপ্রাপ্ত থেকে ওপ্রান্ত ছুটে মেয়ের সঙ্গে নাচ করছেন ড্যাডি কুল আয়ুষ্মান খুরানা। 

Latest