Skip to content

বৃষ্টির জেরে ভয়াবহ ভাঙনের কবলে পড়ল বাঁকুড়ার ইন্দাস ব্লকের সেখডাঙ্গা গ্রাম!

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি একের পর এক ভারী বৃষ্টিতে দেবখালে শুরু হয় ভয়াবহ ভাঙন।ঘূর্ণাবর্তের জেরে একটানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের বাসিন্দারা । বৃষ্টির জেরে গ্রাম লাগোয়া দেবখালের ভয়াবহ ভাঙনের কবলে পড়ল বাঁকুড়ার ইন্দাস ব্লকের সেখডাঙ্গা গ্রাম। বাঁকুড়ার ইন্দাস সমষ্টি ব্লক হল রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার একটি প্রশাসনিক বিভাগ। ইন্দাস ব্লকটি রয়েছে: আকুই-১, দিঘলগ্রাম, করিসুন্ডা, সাহসপুর, আকুই-২, ইন্দাস-১, মঙ্গলপুর, আমরুল, ইন্দাস-২ এবং রোল। গ্রাম আর খালের মাঝে দূরত্ব আর মাত্র কয়েক ফুট। যেভাবে খালের পাড় ভাঙছে তাতে স্থানীয় একটি শিশু শিক্ষা কেন্দ্র সহ একাধিক বাড়ি খালের জলে তলিয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার জন্য রাজ্যের সরকারের দিকে আঙুল তুলেছেন স্থানীয় বিধায়ক। পঞ্চায়েত সমিতির দাবি, ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্যোগ কাটলেই পাড় বাঁধানোর কাজ শুরু হবে। বাঁকুড়ার ইন্দাস ব্লকের সেখডাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দেবখাল। এমনিতে আপাত শান্ত দেবখাল নিয়ে তেমন চিন্তা না থাকায় খালের পাড় থেকে কিছুটা দূরে একসময় গড়ে উঠেছিল স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্র। স্থানীয় বাসিন্দারাও গড়ে তুলেছিলেন বসত বাড়ি। কিন্তু সম্প্রতি একের পর এক ভারী বৃষ্টিতে দেবখালে শুরু হয় ভয়াবহ ভাঙন। পাড় ভাঙতে ভাঙতে দেবখাল এগিয়ে আসতে শুরু করে গ্রামের দিকে। সম্প্রতি দানার ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি এমন হয় যে পাড় ভাঙতে ভাঙতে দেবখাল এসে পৌঁছে যায় গ্রামের ভিতরে। প্রতিনিয়ত ঝুপঝাপ করে ধসে পড়ছে পাড়ের মাটি। মাঝে মাত্র আর ফুট পাঁচেক দূরত্ব। তারপরই দেবখালের প্রবল স্রোত গিলে খাবে শিশু শিক্ষা কেন্দ্র সহ গ্রামের একাধিক পাকা বাড়ি। এই পরিস্থিতিতে কার্যত রাতের ঘুম উড়েছে সেখডাঙ্গা গ্রামের মানুষদের। আতঙ্কে শিশু শিক্ষা কেন্দ্রে গ্রামের শিশুদের পাঠানো বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি বারবার দেবখালের ভাঙনের বিষয়টি প্রশাসনের নজরে এনে খালের পাড় বাঁধানোর আবেদন জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি।

Latest

সোয়াদিঘী খাল সেচ দপ্তরের পূর্বের কাটিং চার্ট অনুসারে আগামী বর্ষার পূর্বে পূর্নাঙ্গ সংস্কার সহ ৫ দফা দাবীতে জেলা শাসক দপ্তরে ভুক্তভোগীদের   বিক্ষোভ!