নিজস্ব সংবাদদাতা: সমস্ত স্কুল যখন সরস্বতী পুজোর আনন্দে মেতে, সেই সময়ে থমথমে বাঁকুড়ার বেলিয়াতোড়ের শিরষা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে আয়োজন করা হয়নি সরস্বতী পুজোর। মন খারাপ খুদে পড়ুয়াদের। ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড় চক্রের শিরষা প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, স্কুলে বর্তমানে একজন মাত্র শিক্ষক থাকায় পুজোর আয়োজন সম্ভব হয়নি।পুজো বন্ধ থাকায় সোমবার বাঁকুড়ার বেলিয়াতোড়ের শিরষা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের একাংশ বিক্ষোভ দেখান ।

অভিভাবকদের দাবি, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এই স্কুলে প্রতি বছর নিয়ম করে সরস্বতী পুজো হয়। তাঁদের আরও দাবি, কেন এই বছর পুজো বন্ধ, তা তাঁদের জানা নেই।বেলিয়াতোড়ের গ্রাম পঞ্চায়েত প্রধান বিবেক সিং দাবি করেছেন, তিনি নিজেও ওই স্কুলের প্রাক্তন ছাত্র। স্কুলে সরস্বতী পুজো বন্ধ রাখা নিয়ে অনেক অভিভাবকই তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন। ১৯৪৬ সাল থেকে স্কুলে পুজো হয়ে আসছে বলে দাবি করেছেন বিবেক। তাঁর কথায়, ‘কচিকাঁচারা সারা বছর এই দিনটার প্রতীক্ষায় থাকেন। এ ভাবে পুজো বন্ধ করা ঠিক হয়নি। যদিও অভিভাবকদের দাবী প্রধান শিক্ষক পুজোর আয়োজনে অসমর্থ জানালে তাঁরাই সব আয়োজন করে দিতেন। কিন্তু শিক্ষক কিছু না জানিয়ে এভাবে পুজো বন্ধ করে দেওয়ায় পড়ুয়াদের শিশুমনে আঘাত লেগেছে। ঘটনার কড়া নিন্দা করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও।
