নিজস্ব সংবাদদাতা: যদি স্বপ্ন থাকে, স্বপ্ন দেখেন তাহলে সত্যি করা যায় এটা প্রমান করলেন ডক্টরবাবু । ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় একজন অত্যন্ত দক্ষ রিউমাটোলজিস্ট এবং জেনারেল মেডিসিন, যার রিউমাটোলজির ক্ষেত্রে ১৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে অ্যাপেলো মাল্টি-স্পেশালিটি হাসপাতালের ডাক্তার।পেশাদার ডাক্তারও হলেও তিনি লিখতে পারেন কবিতা, ভ্রমণকাহিনি।তার কিছু বই ও পাবলিশ হয়েছে বিপ্লবী সংবাদ দর্পন পাবলিকেশন থেকে। এখন তিনি শর্ট ফিল্ম পরিচালকও । একটা ছোট শর্ট ফিল্ম তৈরি করলেন নাম, শুধু মনে রেখো। এক সন্ধ্যায় রোগীর পরিবারের আক্রমণে ঘটে যায় এক অঘটন। এক ডাক্তারের স্ত্রী মাথায় চোট পেয়ে সাময়িক স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন। তারপর শুরু হয় সম্পর্ক বাঁচিয়ে রাখার লড়াই। এ লড়াই মানসিক, এ লড়াই সামাজিক। এরকমই এক চিত্রনাট্যের মধ্যে দিয়ে কঠিন সত্যকে সামনে আনার চেষ্টা করলেন পরিচালক। যেখানে অভিনয় করেছেন, মানসী সিনহা, ফাল্গুনী চট্টোপাধ্যায়, লাল্টু দাস ও সৌগতা বসু। ২৬শ জানুয়ারি ২০২৫রবিবার , প্রজতন্ত্র দিবস দিনে ষষ্ঠ কলকাতা মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল-এ IKSFF( International Kolkata Short Film Festival) সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেলেন ডক্টরবাবু। তিনি বিপ্লবী সংবাদ দর্পন ডিজিটাল মিডিয়াকে বলেন, এই শর্ট ফিল্মটি ডাক্তারদের নিয়ে এক অন্য আঙ্গিকের ছবি। স্বাধারণত ডাক্তার নিয়ে অন্য ধারার গল্প বলা হয়। এখানে ডাক্তার তাঁর পরিস্থিতি ভাগ্যকে মেনে নিয়ে লড়াই করে যাচ্ছে। যে গল্পে যন্ত্রণা আছে, প্রেম আছে, মজা আছে, বাস্তবতাও খুঁজে পাওয়া যাবে।

