নিজস্ব প্রতিবেদন : একসময় ভূতুড়ে স্টেশন বলে নাম হয়ে গিয়েছিল পুরুলিয়ার বেগুনকোদরের । এবার সেই বেগুনকোদর স্টেশনের হাল ফিরছে। এলাকার মানুষ চান ভূতুড়ে স্টেশনের নাম মুছে গিয়ে এটি একটি ব্যস্ত স্টেশন হয়ে উঠুক। সেই সঙ্গে যে সব প্রচলিত কথা এই স্টেশন নিয়ে রয়েছে তা থেকেও নিস্তার পাওয়া যাক। দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের অন্তর্গত এই স্টেশনটি কোটশিলা মুরি শাখায় রয়েছে। বেগুনকোদর স্টেশনে ভূত রয়েছে এই খবর লোকমুখে প্রচারিত হয়ে যায় বহুকাল আগে। সুদূর অতীতে এক সময় এই স্টেশনটি একটি পূর্ণাঙ্গ স্টেশন ছিল বলে জানা যায়। পরবর্তীকালে কোনও অজ্ঞাত কারণে স্টেশনটি বন্ধ হয়ে যায়।রটে যায় এখানকার স্টেশন মাস্টার ভূতের ভয়ে রাতারাতি সব ছেড়ে চলে গিয়েছেন। তারপর থেকে আর কেউ এখানে না আসায় স্টেশন কার্যত বন্ধই হয়ে যায়। বহু বছর বন্ধ হয়ে থাকার পর ২০০৭ সালে স্টেশনটি প্যাসেঞ্জার হল্ট হিসেবে চালু হলেও নামমাত্র কয়েকটি ট্রেনের দাঁড়ায় এখানে। এলাকার মানুষ এই ভূতুড়ে স্টেশনের নাম নিয়ে প্রথম থেকেই বিরক্ত ছিলেন। তাঁদের দাবি, ভূতের কথা সম্পূর্ণ মিথ্যা। একই দাবি স্থানীয় শিক্ষক পরমেশ্বর কুমারেরও।