নিজস্ব সংবাদদাতা : দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে ফিরেছেন ভারতে। কূটনৈতিক ক্ষেত্রে বড় জয়। দিনের পর দিন ধরে বিএসএফ পূর্ণমকে দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে গিয়েছে। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী পাঞ্জাব পর্যন্ত চলে গিয়েছিলেন। বিএসএফের প্রচেষ্টায় আগেই সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া দুর্গাপুরের ট্রাঙ্করোডে সেনা জওয়ানের শ্বশুরবাড়িতে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিজনেরা। এই বাড়ির মেয়ে রজনী সাউয়ের সাথে বছর দশেক আগে বিয়ে হয়েছিল হুগলির রিষড়ার বাসিন্দা সেনা জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। এদিন সকাল থেকেই আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা অভিনন্দন জানাতে ভীড় জমিয়েছিলেন দুর্গাপুরের সেনা জওয়ানের শ্বশুরবাড়িতে।