পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সোমবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে পথসভা কেরানিতলা চকে। উপ নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আবীর আগারওয়াল নেতৃত্বে এদিন সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থল কেরাণীটোলা চকে একটি পথসভা আয়োজন করা হয়। যাতে অংশ নেই শহরের বিভিন্ন ওয়ার্ডের যুব কর্মীরা। একপ্রকার বিরাট উন্মাদনা দেখা যায় তৃনমূলের যুবা সদস্যদের মধ্যে। উপস্থিত নেতৃত্বরা তাঁদের বক্তব্যের মধ্যে আগামী ১৩ই নভেম্বর তৃণমূল প্রার্থী সুজয় হাজরা কে সকাল সকাল তিন নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া বিজেপি সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা রকম ফেক নিউজ ও কেন্দ্র সরকারের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্তিক করার জন্য সকলকে চোখ কান খুলে থাকারও বার্তা দেন এই দিন পথসভায়। এছাড়া আরো বলেন ২০২১ সালে বিধানসভায় নির্বাচনে তৃণমূল প্রার্থী জুন মালিয়া কে মেদিনীপুর বিধানসভার জনগণ তাকে আশীর্বাদ করে ২৪ হাজার ৩৯৭ ভোটে জয়ী করে বিধানসভা পাঠানো হয়। ২০২৪ বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী মেদিনীপুরের ভূমিপুত্র সুজয় হাজরা কে এই মেদিনীপুর বিধানসভা থেকে প্রায় এক লক্ষ ভোটে জয়ী করে তাকে মেদিনীপুরের উন্নয়নের জন্য কলকাতা বিধানসভায় পৌঁছে দেওয়ার জন্য জানায়। এই দিন পথসভায় উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী থেকে শুরু করে প্রতিভা রানী মাইতি, প্রদূত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, আবীর আগরওয়াল, আসিফ ইকবাল সহ অন্যান্যরা।উপনির্বাচনকে কেন্দ্র করে শহর তৃণমূল যুব কংগ্রেসের জোশ দেখা গেলো মেদিনীপুর শহরে ।