Skip to content

বিদ্যুৎ এর ক্ষেত্রে প্রি-পেইড স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ডাক!

1 min read

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: কর্পোরেট স্বার্থে জনবিরোধী প্রি-পেইড স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহক আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর, আসামের গুয়াহাটিতে পূর্বাঞ্চল বিদ্যুৎ গ্রাহক কনভেনশনের ডাক দিয়েছে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল ইন্ডিয়া ইলেক্ট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন (এ আই ই সি এ)। সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা নেতা নারায়ণ চন্দ্র নায়ক বলেন,"ওই কনভেনশনে যোগদান করার জন্য আমরা পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের ২৫ জন নেতৃত্ব যাচ্ছি। কনভেনশন থেকে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ গ্রাহক স্বার্থবিরোধী ওই নীতির বিরুদ্ধে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।"

Latest