পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বেলদা লায়ন্স ক্লাব ও শীলভদ্র টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ক্যান্সার ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো উক্ত কলেজের সেমিনার হলে। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তথা মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড. সৌমেন বাগ, কলেজের সম্পাদক বিষ্ণুপদ পাল প্রমুখ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. অংশুমান মিশ্র। অংশুমান বাবু দুটি বিষয়ের ওপর বিষদে আলোচনা করেন, কি কি করণীয় তা বলেন ও প্রশ্নোত্তরও করেন। সৌমেন বাগ বলেন, "বেলদা লায়ন্স ক্লাবের উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি। বর্তমানে যেভাবে দিনদিন চারিদিকে ক্যান্সারের প্রকোপ বাড়ছে, থ্যালাসেমিয়া সচেতনতার অভাবে যেভাবে বহু প্রাণ অকালে ঝরে যাচ্ছে, বহু পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে, সেই জায়গায় তা রদ করার জন্য সবাইকে সচেতন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ"। এদিনের সেমিনারে প্রায় ১০০ জন উপস্থিত ছিল।