নিজস্ব সংবাদদাতা: বাগদেবীর আরাধনায় মাতোয়ারা হতে প্রস্তুত বাংলা। বাঙালির ঘরে বছরের প্রথম বড় উৎসব এই সরস্বতী পুজো। বসন্তে বাগদেবীর বন্দনায় ঘরে ঘরে চেনা ছন্দে দেখা যাবে উৎসবের আনন্দ। সরস্বতীকে মূলত শিক্ষা, প্রশিক্ষণ, এবং জ্ঞান অর্জনের দেবী হিসেবে ভাবা হয় বলেই এ ধারণার উৎপত্তি। শিক্ষার মতো, চলচ্চিত্র আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই ভাবনা থেকেই আয়োজনকারীরা নিয়ে এলো "সিনেমা সরস্বতী" কলকাতা দক্ষিণের অন্যতম অভিজাত পাড়া পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডে গল্ফগ্রিনের উন্মুক্ত প্রাঙ্গনে। এবার সরস্বতী পূজা রবিবার ও সোমবার দুদিন ধরে।কলকাতার সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী সরস্বতী পুজো সিনেমা সরস্বতী। এবার পঞ্চম বর্ষে পদার্পন করলো।বসন্ত পঞ্চমী পূজা আরাধনা শুরু হয় বেলা ১২ টা ১২ মিনিট ই ।তরুণ তুর্কী সমাজসেবী ও হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন র যুব সম্পাদক ও পূজার প্রধান উদ্যোক্তা নীলাদ্রি ব্যানার্জী বলেন পুজো হবে আর খাওয়াদাওয়ার আয়োজন থাকবে না, সেটা কী করে হয়? আয়োজন ছিল এলাহি। মেনুতে ছিল খিচুড়ি, ভাজা, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। প্রাঙ্গনে উপস্থিত মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক শুভ্রজিৎ মিত্র, তনুশ্রী চক্রবর্তী, সোহম মজুমদার, রোহন ভট্টাচার্য, অঙ্গনা রায়,প্রিয়াঙ্কা সরকার,শিলাজিৎ,শ্রেতমা বৈদ্য প্রমুখ। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নানা স্বাদের খাবারের পসরা সাজিয়ে বসেছিল। ছিল অনেক রকমের স্টল। ছিল অনেক নবীন ও প্রবীণ শিল্পীরা। মণ্ডপসজ্জার সঙ্গে মানানসই আলোও দেওয়া হয়েছে। পুজো দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।





