Skip to content

ডক্টরস ডে পালন হলো রক্তদান শিবির ও বৃক্ষরোপণ ও চিকিৎসকদের সংবর্ধনা কর্মসূচি মধ্যে দিয়ে!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস। মেদিনীপুরের ঘাটাল ব্লাড ব্যাংকের ডাক্তার রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। সংসদ দেব তরফ থেকে চারা গাছ বৃক্ষরোপন করা হলো । মোট 8 জন ডাক্তার কে সম্বর্ধনা করা হয়। ৭৫ জন রক্ত দেন তার মধ্যে পুরুষ ৪৯ জন মহিলা ২৬ জন উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক ও তথা ভারতীয় রেডক্রশ সোসাইটির চেয়ারম্যান শ্রী সুমন বিশ্বাস , ভারতীয় রেডক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই, মহাকুমা হসপিটালের ডাক্তার শোভন দাস এবং বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় ,উপপ্রধান ঝুমা কারক খাঁ ভারতীয় রেড ক্রশ সোসাইটির রিলিফ ইনচার্জ শুভদীপসিংহ রায়, কোষাধক্ষ্য রামমোহন চক্রবর্তী, আজীবন সদস্য রফিক আলী শচীনন্দ ঘোষ ইন্দ্রনীল ঘোষ তাপস পোড়েল শুভঙ্কর ঘোষ প্রমূখ।

Latest