নিজস্ব সংবাদদাতা : পুরুলিয়ার প্রত্যন্ত বাগমুন্ডি অঞ্চলে পাঁচ দশকের বেশি সময় ধরে পাঁচ হাজারের বেশি গাছ লাগানোর জন্য গত বছর ভারতরাষ্ট্রের সম্মানীয় পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন দুঃখু মাঝি । কিন্তু অনেকের কাছেই অজানা দুঃখু মাঝির নাম প্রস্তাব এবং অনলাইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে বিশেষ ভাবে সাহায্য করেছিলেন অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । সম্প্রতি হিন্দুমহাসভার সদস্যরা আবার সৌজন্য সাক্ষাতে বাগমুন্ডী গেলে দুঃখু মাঝির আর্থিক দারিদ্রতা জনসমক্ষে চলে আসে । এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুঃখু মাঝিকে বাড়ি তৈরির জন্য দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন বলে খবর ।

এই বিষয়ে সন্তোষ প্রকাশ করে দুঃখু মাঝি হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ সমস্ত শুভাকাঙ্খী মানুষদের আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন । ওনার বক্তব্য হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অনলাইনে ফর্ম ফিলআপ করে দিয়েছিলেন বলেই আজ উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন । কিন্তু যেহেতু পদ্ম পুরস্কারে কোন আর্থিক সহায়তা পাওয়া যায়না তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুইলক্ষ টাকা আর্থিক সাহায্য করার ফলে শুভেন্দু অধিকারীকেও বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পদ্মশ্রী দুঃখু মাঝি ।