Skip to content

দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার এক বহুতলের আবাসনে লিফট বিভ্রাট

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুরের সিটি সেন্টারে একটি ১৪ তলা বহুতল আবাসনে লিফটের মধ্যে আটকে পড়েন ছ'জন আবাসিক। সিটি সেন্টারের কোর্ট ভবনের থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকে বহুতল আবাসন। লিফটে আটকে পড়া আবাসিকদের চিৎকার শুনে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন। দমকল কর্মীদের তৎপরতায় লিফটের ভেতর থেকে উদ্ধার করা হয় আবাসিকদের। হাইড্রোলিক স্পেডারের সাহায্যে লিফট আটকে থাকা আবাসিকদের বাইরে বের করে নিয়ে আসা হয়।দমকল সূত্রে খবর, এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই যাত্রীরা লিফটের ভিতরে আটকে ছিলেন। ভার বহন ক্ষমতার তুলনায় বেশি সংখ্যায় আবাসির লিফটে উঠে যাওয়ার কারণে তৈরি হয় বিপত্তি। মাঝপথে বন্ধ হয়ে যায় লিফট। তবে যাত্রীদের সকলেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

Latest