Skip to content

দুর্গাপুর ব্যারাজের রাস্তা সংস্কারের কাজ জুনের মধ্যে শেষ করার চেষ্টা চলছে!

নিজস্ব সংবাদদাতা: প্রায় ৭০ বছরে সবথেকে বড় সংস্কারের কাজ দুর্গাপুর ব্যারেজে। উল্লেখ্য, ১৯৫৫ সালে এই ব্যারেজ তৈরি হয়। তারপর বড় আকারের সংস্কার হচ্ছে এই প্রথম। রবিবার ১৮ই মে, দুপুরে দুর্গাপুর ব্যারাজের সংস্কার কাজ খতিয়ে দেখলেন সেচ দপ্তরের সচিব মণীশ জৈন। এদিন সচিব বলেন,”দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দক্ষ ইঞ্জিনিয়ার রা পরিদর্শন করছেন প্রতিমুহূর্তে। আগামী দিনে যাতে ব্যারেজের ক্ষতি না হয় সেজন্য গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে। আগামী ১৫ ই জুনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। রবিবার মণীশ জৈনের সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক এন সিয়াদ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। জানা যাচ্ছে, ব্যারাজের উপরের রাস্তার সাত ইঞ্চি কংক্রিট ভাঙা হবে। তারপর নতুন করে কংক্রিট দিয়ে তার উপর ম্যাসটিকের রাস্তা তৈরি করা হবে। এছাড়াও বদল করা হবে সমস্ত লোহার জয়েন্ট।

Latest