Skip to content

দুর্গাপুরের দি মিশন হাসপাতাল উদ্যোগে মেদিনীপুর শহরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দুর্গাপুরের দি মিশন হাসপাতাল উদ্যোগে এবং বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এসোসিয়েশন(B.G.T.A) এর সহযোগিতায় রবিবার মেদিনীপুর শহরের রাঙামাটি কিরণময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের এই শিবিরে হৃদরোগ, অস্থি রোগ, জেনারেল মেডিসিনের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সাধারন মানুষের চিকিৎসা করা হয় এবং একই সঙ্গে প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের শিবিরে সাধারন মানুষের সাড়া ছিল বেশ ভালই। এদিনের শিবিরে কয়েক শতাধিক মানুষ উপস্থিত হয়ে ছিলেন তাদের চিকিৎসা করানোর জন্য। আগামীদিনে এই ধরণের কর্মসুচি তারা আরো বৃহত্তর আকারে করবেন বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।

Latest