নিজস্ব প্রতিবেদন : ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মুচিপাড়া উড়ালপুল ১৯ নম্বর জাতীয় সড়ক এলাকার। মঙ্গলবার ভোররাতে মুচিপাড়া উড়ালপুল এলাকার রাস্তায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ওই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে ওই ট্যাঙ্কারটি উলটে যায়। সেটি ফুটো হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইরে বেরিয়ে আসতে শুরু করে। ঝাঁজাল গন্ধ ও ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা। ভোররাতে দুর্ঘটনার আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল আশপাশের এলাকার বাসিন্দাদের। পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে। ঘটনায় দীর্ঘ সময় বন্ধ থাকে জাতীয় সড়ক।