নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ১৫ই মে স্কুলের ক্লাস রুমে পড়ুয়াদের সাথে বসে অভিভাবকরা, আর ক্লাস নিচ্ছেন পুলিশ আধিকারিকরা। এমনই ছবি ধরা পড়ল দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে। স্কুলে গরমের ছুটি পড়ে গেলেও অভিভাবকদের সঙ্গে নিয়ে ক্লাস করতে স্কুলে পৌঁছে গিয়েছিল পড়ুয়ারা। এদিন দুর্গাপুর নিউ টাউনশিপ থানার উদ্যোগে স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে “চাইল্ড ম্যারেজ অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম” শীর্ষক এক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।এ.আই প্রযুক্তির ওপর ভর করে এগোচ্ছে দুনিয়া।

সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়ছে সাইবার প্রতারণাও। অজানা লিঙ্কে একটা আঙ্গুল পড়তেই সারা জীবনের সঞ্চয়ের টাকা মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক থেকে উধাও হয়েও যাচ্ছে। অজানা নাম্বার থেকে ফোন করে নানান লোভনীয় ফাঁদে ফেলা হয় আর অনেককে লক্ষ লক্ষ টাকা হারিয়ে পথেও বসতে হয়েছে। দুর্গাপুরের বহু মানুষও সেই ফাঁদে পা দিয়ে হারিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে ব্যাঙ্কে রাখা সঞ্চয়ের টাকা। তবে রাজ্যজুড়ে সাইবার প্রতারণা ঠেকাতে তৎপরতা বেড়েছে রাজ্য পুলিশের। বৃহস্পতিবার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ভাদুবালা বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে সাইবার সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল নিউ টাউনশিপ থানার পুলিশ। এদিনের সচেতনতা কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়। ছিলেন সিআই(এ) রণবীর বাগ, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরীন সুলতানা, বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহির দে।
