নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার (২৫,৭৫২) শিক্ষিকা শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে রয়েছেন দুর্গাপুরের বেশ কয়েকজন। আর এই চাকরি বাতিল হওয়া শিক্ষ শিক্ষিকাদের তালিকায় নাম রয়েছে দুর্গাপুরের দুই সরকারি স্কুলের মোট ১২ জন শিক্ষক শিক্ষিকার। নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষক শিক্ষিকা এবং জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের ৪জন শিক্ষক শিক্ষিকা।এদিকে চাকরি বাতিলের খবরে একদিকে যেমন মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা তেমনই শিক্ষক শিক্ষিকা ছাড়া স্কুল কীভাবে চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট দুই স্কুলের প্রধান শিক্ষকেরা।অন্য়দিকে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এমন রায় ঘোষণা হবে, কল্পনা করতে পারছেন না ২০১৬ সালের প্যানেলে নাম থাকা শিক্ষক, শিক্ষিকারা।

নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. কলিমুলহক বলেন,”আমাদের স্কুলে চার হাজার দুশো পড়ুয়া রয়েছে। ৩৩ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাদের মধ্যে ৮ জনের চাকরি বাতিল হল। এবার আমরা স্কুল চালাবো কি করে? মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার প্রশ্ন তোলার কিছু নেই। তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি যারা যোগ্য আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সে দিকেই তাকিয়ে রয়েছি আমরা।” নাহলে এবার আমরা স্কুল চালাব কী করে?”