Skip to content

ছেলের সঙ্গে সিনেমা দেখতে এসে হেনস্তার স্বীকার প্রৌঢ় কৃষক!

শপিং মলে সিনেমা দেখতে গিয়ে হেনস্তার স্বীকার

নিজস্ব সংবাদদাতা :  ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর জিটি মলের। জানা গিয়েছে, ওই কৃষক স্ত্রী ও পুত্রকে নিয়ে শপিং মলে সিনেমা দেখতে গিয়েছিলেন। তখনই হেনস্তার স্বীকার হন। ভিডিওতে দেখা গিয়েছে, তাঁর পরনে রয়েছে ধুতি এবং পাঞ্জাবি। এই ‘অপরাধে’ তাঁকে মলে প্রবেশ করতে বাধা দেয় শপিংমলের নিরাপত্তারক্ষীরা। ৬০ বছর বয়সি ওই কৃষক জানিয়েছেন, মল কর্তৃপক্ষের তরফে তাঁকে ‘ট্রাউজ়ার’ পরে আসতে বলা হয়।ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব হন নেটিজেনরা। তাঁদের মতে শপিংমল কর্তৃপক্ষের এই আচরণ “অসম্মানজনক” এবং “বৈষম্যমূলক”। এই ঘটনায় শপিংমলের সামনে একটি কৃষক সংগঠন বিক্ষোভ দেখায়। তারা দাবি জানান, কর্তৃপক্ষকে অন্নাদাতার কাছে ক্ষমা চাইতে হবে। এর পর নড়েচড়ে বসেন সংশ্লিষ্ট মলের কর্তারা। তাঁরা ওই কৃষকের কাছে ক্ষমা চেয়ে নেন। এছাড়াও বর্ষীয়ান কৃষককে একটি শাল উপহার দেয় মল কর্তৃপক্ষ।

Latest