Skip to content

দুর্গাপুর শহরে নতুন সুইমিংপুলের শিলান্যাস!

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের পরিচিতি শিল্পনগরী হলেও এই শহরের খেলাধূলার চর্চাও সর্বজনবিদিত। সেই বিষয়টি মাথায় রেখে শহরের অন্যতম প্রধান স্টেডিয়াম শহীদ ভগত সিং ক্রীড়াঙ্গন নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ। সেই কর্মসূচিতে এবার যোগ হল সুইমিংপুলও। শনিবার এই কাজের সূচনা করলেন খোদ পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ প্রশাসক মন্ডলীর সদস্যরা।আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এবং দুর্গাপুরের দুটি বেসরকারি কারখানার অর্থানুকূল্যে এই সুইমিং পুলটি হতে চলেছে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,দুর্গাপুরের শহীদ ভগত সিং ক্রীড়াঙ্গন সেজে উঠছে। এই সুইমিংপুল হওয়ার পর সুইমিং প্রতিযোগিতা হবে। এছাড়া এই সুইমিংপুলে অতি কম খরচে সুইমিং শিখতে পারবে গরিব দুঃস্থ ছেলে-মেয়েরাও।

Latest