Skip to content

বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র!

 নিজস্ব সংবাদদাতা : বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকগুলিতে রমরমিয়ে চলছিল দালালচক্র।এই দালালচক্রের অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সকালে বালুরঘাট হাসপাতাল চত্বরে অভিযান চালায় পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা খবর পেয়েই এলাকা ছেড়ে চলে যায় বলে দাবি পুলিশের।এদিকে,বৃহস্পতিবার পুলিশের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ওই চেম্বার ও ক্লিনিকগুলিতে থানার মোবাইল নম্বর লাগানোর ব্যবস্থা করেছে পুলিশ। রোগীদের জোর করে চেম্বারে নিয়ে যাওয়া হলেই রোগীরা পুলিশকে ফোন করতে পারবেন। পাশাপাশি ওই এলাকাগুলিতে পুলিশও মোতায়েন করা হচ্ছে। পুলিশের পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতরের তরফে দালালচক্র নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে চেম্বারগুলির মালিকদের। শুধু দালালচক্র নয়, ওই চত্বরে অবৈধ প্যাথলজিক্যাল ল্যাবও গজিয়ে উঠেছে বলে অভিযোগ। অনেক ল্যাবেই নির্দিষ্ট সরকারি কাগজ নেই। খতিয়ে দেখতে এবার ওই ল্যাবগুলিতেও জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের তরফে অভিযানে নামা হবে।

এদিকে, রাত নামলেই বালুরঘাট হাসপাতাল চত্বরে চলছে মদ-গাঁজার আসর। হাসপাতালের বিভিন্ন ঝোপঝাড়ে বসে মদ-গাঁজার ঠেক৷ অনেক সময় দিনের বেলাতেও নেশার আসর বসে যায়। গত বেশ কিছুদিন ধরে চুরি যাচ্ছে হাসপাতালের সম্পত্তি। দীর্ঘদিন ধরে হাসপাতালে ঢোকার প্রাচীরের লোহার রড চুরি হয়ে যাচ্ছে। এই চুরির সঙ্গে নেশার যোগ রয়েছে৷ নেশার জন্য প্রাচীরের লোহার রড বিক্রি করে দেওয়া হয় বলেই অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে । বিষয়টি নজরে আসতেই পুরো ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়েছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ।

Latest