Skip to content

জলমগ্ন দেশের রাজধানী,জলে ডুবে গিয়েছে দিল্লির অভিজাত এলাকাগুলিও!

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা রাজধানী। এক নাগাড়ে বৃষ্টিতে দিল্লির অধিকাংশ জায়গায় জল জমে যায়। কোথাও হাঁটুজল আবার কোথাও বুক পর্যন্ত জল দাঁড়িয়ে যায়।দিল্লির আপ মন্ত্রী আতিশীর বাড়িও জলের তলায়। জমা জলের কারণে এদিন মেট্রো চলাচলেও ঘটে। দক্ষিণ দিল্লির বসন্ত বিহার এলাকায় নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে।সাধারণত, দিল্লিতে জুন মাসে গড় বৃষ্টি হয় ৮০.৬ মিলিমিটার। বর্ষা পুরোপুরি ঢোকার আগেই আচমকাই কয়েক গুণ বেশি বৃষ্টি হওয়ায় জলমগ্ন হয়ে পড়ে গোটা রাজধানী এবং এনসিআর। বর্ষার জন্য পুরোপুরি প্রস্তুত দিল্লি। গত ১৮ জুন এমনই দাবি করেছিলেন মেয়র শেলি ওবেরয়। নিকাশি ব্যবস্থাও একদম চাঙ্গা। কিন্তু বৃহস্পতিবার রাতের বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানী। বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই। বাদ যায়নি ভিভিআইপি এলাকাও। বহু সাংসদ এবং বিধায়কের বাসভবনও এই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে।


Latest