Skip to content

"তুমি ভাসো অন্য জলে" -- মহিবুল আলম

1 min read

কোনো নদী শরীর ভিজিয়ে যদি বুক ছোঁয়া জলে ডোবে
তুমি ভাসো অন্য জলে-
মধ্যদুপুরে নারিকেলের চিরল পাতার ফাঁক গলা এতটুকু রোদ
ঘাটের অর্ধেক ছুঁয়ে যখন তোমার কপোলে এসে খসে পড়ে, আমি তখন অন্য ঘাটে
চণ্ডীদাসের মতো বড়শি ফেলে কড়িখেলার অমোঘ আহ্বানে একে একে হিসেবে মরি।
বারোটি বছর- তুমি তো রজকিনী, কোনো দিঘল ঘাটের ফালি করা রোদ-
ভালোবাসায় প্রণয়ে হাতছানি দাও, রোদের হিসেব কষে নদীর জলে ডুব দাও।
দক্ষিণের বাতাস তখন শিস দিয়ে ডাকে, আয় আয়, আয় আয়...!
যেখানে নদী যায়, যেখানেই যায়, তুমি ভাসো অন্য জলে।

—মহিবুল আলম ,গোল্ড কোস্ট, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।

Latest