নিজস্ব সংবাদদাতা : শীতের সব্জি চাষে লাভে কমছে। সে কারণেই গাঁদা চাষে ঝুঁকছেন এলাকার কৃষকরা। গ্রামীণ এলাকায় এখনও রয়ে গিয়েছে ঠান্ডার আমেজ। এখনও মাঠের পর মাঠ ভরে রয়েছে গাঁদাফুলে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বড়কলাসংলগ্ন এলাকার সৌন্দর্য্য আপনার মন টানবেই।যেদিকে তাকাবেন সরিষা ও গাঁদা ফুল ফুটে রয়েছে মাঠে। পাশ দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী নদী। বাজারে ভালো চাহিদা রয়েছে ফুলের।এবছর হলুদ, কমলা ও রক্তগাঁদা ফুলের চাষ করেছেন।বাজার ভালো থাকলে গাঁদা ফুলের দাম ভালো পাওয়া যায়।চাহিদাও থাকে সারাবছর।খড়গপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই বড়কলা। খড়গপুর গ্রামীণ এলাকা এই বড়কলায় সহজেই যাওয়া যেতে পারে মেদিনীপুর থেকে।