Skip to content

রেলশহর খড়গপুরের মালঞ্চতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির!

1 min read

খড়্গপুর অপূর্ব মজুমদার : আমজাম রাধামাধব সমাজকল্যাণ সমিতির উদ্যোগে ওড়িশার ভুবনেশ্বরের হাই-টেক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর সহযোগিতায় রেলশহর খড়গপুরের মালঞ্চ রোড জৈন ধর্মশালায় এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো শনিবার। উপস্থিত ছিলেন কার্ডিওলজি, নিউরো, অর্থোপেডিক, চোখ, ইএনটি, ডায়াবেটোলজি, মেডিসিন বিভাগের ডাক্তারবাবুরা। চিকিৎসান্তে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়। সংস্থার সম্পাদক বিপ্লব কুমার দে জানান খড়্গপুরে এটা প্রথম শিবির, তবে নয়াগ্রামে ১০ টা আদিবাসী গ্রামের মানুষদের জন্য বছরে কয়েকবার এরকম শিবির করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রবীন্দ্রনাথ দাস, হরিহর দত্ত, ঝন্টু দাস, পঙ্কজ মাইতি, সমাজসেবী অনিল দাস, কেয়া শীট সহ গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা।

Latest