Skip to content

খড়্গপুর ডিভিশনের অধীনে ১৫টি স্টেশন রয়েছে তাতে ৫০২ কোটি টাকা খরচ করে অমৃত ভারত স্টেশন প্রকল্পে মানোন্নয়ন হবে!

1 min read

নিজস্ব সংবাদদাতা : দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে দেশজুড়ে ঘোষিত প্রকল্পের শিলান্যাসে জোর দিয়েছে রেল। এবার একযোগে প্রায় ১,১০০ কোটি টাকার প্রকল্পে রেল স্টেশনের মানোন্নয়নের সঙ্গে রেল সেতুর শিলান্যাস করতে চলেছে খড়্গপুর রেল ডিভিশন। খড়্গপুরের ডিআরএম জানান দেশের ৫৫৪টি স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস করা হবে। সেই সঙ্গে ১ হাজার ৫০০টির বেশি রেল ওভারব্রিজের শিলান্যাস ও উদ্বোধন করার কথা জানিয়েছে রেল। দেশের প্রায় ২ হাজার ১০০টি জায়গায় হবে সেই অনুষ্ঠান। একযোগে পশ্চিমবঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মাধ্যমেও ২২টি স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজের সূচনা হবে। সঙ্গে হবে ৪১টি রেল সেতুর শিলান্যাস। সেই তালিকায় সবচেয়ে বেশি সংখ্যক স্টেশন রয়েছে খড়্গপুর ডিভিশনের। এই ডিভিশনের অধীনে থাকা পশ্চিমবঙ্গের ১৫টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের শিলান্যাস করা হবে বলে জানা গিয়েছে। সাংবাদিক বৈঠকে আরও জানানো হয়, পশ্চিমবঙ্গের মধ্যে খড়্গপুর ডিভিশনের অধীনে খড়্গপুর, হিজলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মেচেদা, দিঘা, তমলুক-সহ যে ১৫টি স্টেশন রয়েছে তাতে ৫০২ কোটি টাকা খরচ করে অমৃত ভারত স্টেশন প্রকল্পে মানোন্নয়ন হবে।

Latest