নিজস্ব সংবাদদাতা: রেলের খড়্গপুর ডিভিশনের ফুটবলের ইতিহাস বেশ পুরনো। রেলের খেলাকে খড়্গপুরমুখী করতে পাঁচের দশকে ম্যাক ফার্নেল সাহেবের তত্ত্বাবধানে সেরসা স্টেডিয়াম গড়ে উঠেছিল। আন্তঃবিভাগীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ২০২৫। সোমবার ২০শে জানুয়ারি তারিখে খড়গপুরের সেরসা স্টেডিয়ামে সমাপ্ত হয়। ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি বৃহস্পতিবার ১৬ তারিখ থেকে সোমবার ২০ তারিখ পর্যন্ত খড়গপুরে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। খড়গপুর ওপেন লাইন, চক্রধরপুর বিভাগ, রাঁচি বিভাগ, আদ্রা বিভাগ, খড়গপুর ওয়ার্কশপ এবং এইচকিউ গার্ডেন রিচের দলগুলি আন্তঃবিভাগীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।এই মাঠে খেলে গিয়েছেন এস অ্যান্টনি, শিবাজি রায়, সৌমেন মিত্র, তুলসীদাস বলরামের মতো বহু নামী ফুটবলার। অনুশীলন করে গিয়েছে ভারতীয় ফুটবল দল।

সোমবার ২০শে জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে চক্রধরপুর ডিভিশনের রানার্স আপ খড়গপুর (ও/এল) দলকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে মুকুট পরে নেন। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার খড়গপুর কে.আর. চৌধুরী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী অলোক কৃষ্ণ এবং সাধারণ সম্পাদক ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

