সানরাইজার্স হায়দরাবাদ: ১৫৯ (ত্রিপাঠী ৫৫, ক্লাসেন ৩২, স্টার্ক ৩-৩৪, বরুণ চক্রবর্তী ২-২৬)
কেকেআর: ১৬৪-২ (ভেঙ্কটেশ আইয়ার ৫১, শ্রেয়স আইয়ার ৫৮)
নিজস্ব সংবাদদাতা : এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল কেকেআর। তৃতীয় আইপিএল ট্রফি থেকে আর মাত্র এক ধাপ দূরে নাইটরা। গৌতম গম্ভীরের জমানায় কেকেআর শিবিরে সোনার সময় আবার ফিরেছে। আর কেকেআর এক এক করে প্রত্যাশা পূরণও করছে। লিগ টেবলে প্রথম স্থানে থেকে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার ১৭তম আইপিএলের প্রথম ফাইনালিস্টও হল কেকেআর।সানরাইজার্স এ মরশুমের অন্যতম সেরা দল। কেকেআরের মতোই ভালো ফর্মে ছিল হায়দরাবাদের দলটিও। অনেকে ভেবেছিলেন হয়তো কোয়ালিফায়ারে খানিক চ্যালেঞ্জের মুখে পড়বে নাইট বাহিনী। কিন্তু সেসব কিছুই হল না। স্টার্ক, বরুণদের সামনে কার্যত হাওয়া বেলুনের মতো ফুস হয়ে গেলেন ট্রাভিস হেডরা, অভিষেক শর্মারা। ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে প্রথম কোয়ালিফায়ার জিতল কেকেআর।