পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুরের বাম প্রার্থী বিপ্লব ভট্ট ও ঘাটালের বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন দুই বাম প্রার্থীরা। মেদিনীপুরে বিদ্যাসাগর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। বাম- কংগ্রেসের যৌথ মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, সিপিআইয়ের জেলা সম্পাদক অশোক সেন, জেলা কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। জেলার দু’টি লোকসভা আসনে বামেদের তরফে বরাবর প্রার্থী দেয় সিপিআই। এ বারও তারা প্রার্থী দিয়েছে। পুরনো মুখেই ভরসা রেখেছে দল। গতবার মেদিনীপুরে প্রার্থী ছিলেন বিপ্লব ভট্ট। এ বারও তিনি প্রার্থী। গতবার ঘাটালে প্রার্থী ছিলেন তপন গঙ্গোপাধ্যায়। এ বারও তিনি প্রার্থী। গতবার দুই আসনেই বামেদের ভোট ছিল পাঁচ শতাংশের আশেপাশে।