Skip to content

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে মেদিনীপুর টাউনে সকাল সাতটায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দিকেও নজর রয়েছে। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুন মালিয়া, বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল আর বামপন্থীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব ভট্ট। মেদিনীপুর মহানন্দ স্কুলের (বুথ নং ২০৫-২০৯) পশ্চিম মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন শুরু হলো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে।সকাল সাতটায় করা নিরাপত্ত মেদিনীপুর মহানন্দ স্কুলের (বুথ নং ২০৫-২০৯) ভোটগ্রহণ শুরু হয়।মেদিনীপুর শহরের বিভিন্ন ভোট গ্রহন কেন্দ্র গুলিতে সকাল থেকেই দেখা গেল ভোটারদের লম্বা লাইন। ঠান্ডা আবহাওয়ায় থাকায় অনেকেই সকাল সকাল ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে ভোট গ্রহন কেন্দ্রে।মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দিকেও নজর রয়েছে। মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই জয়ী বিজেপি নেতা সরিয়ে গেরুয়া শিবির প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে আর প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী জুন মালিয়া ও বামপন্থীদের প্রার্থী বিপ্লব ভট্ট ।

Latest