Skip to content

মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র!

নিজস্ব সংবাদদাতা :  ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছেন পুরুলিয়ার নিহত মণীশরঞ্জন মিশ্র। তিনি ইন্টেলিজেন্স ব্যুরো(IB) অফিসার ছিলেন। বর্তমানে কর্মসূত্রে পরিবার নিয়ে হায়দরাবাদে থাকতেন। সম্প্রতি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন মণীশ । সেখান থেকে বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল তাঁদের ৷ মণীশের বাড়ির অন্যান্য সদস্যরা সেখানে তাঁদের সঙ্গে যোগ দিতেন এবং তাঁরা একসঙ্গে বৈষ্ণোদেবীতে যাবেন বলে ঠিক ছিল ৷ তার জন্য পরিবার রওনাও হয়েছিল ৷ মাঝপথে মণীশের মৃত্যুর খবর পায় পরিবার ৷

Latest