পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বামপন্থী ছাত্র,যুব সংগঠন এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর মেদিনীপুর শহর পূর্ব লোকাল কমিটির উদ্যোগে ও সংগঠনের ৯ নং ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরের কর্ণেলগোলায় অবস্থিত ভগবতী শিশু শিক্ষায়তনে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে ৮ জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের এই রক্তদান উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ বি.বি. মণ্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড তাপস সিনহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএফআই এর জন্য সম্পাদক রণিত বেরা এবং ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সুমিত অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিওয়াইএফআই সভাপতি সুব্রত চক্রবর্তী।