Skip to content

মেদিনীপুর শহরের কংসাবতী নদীর বীরেন্দ্র সেতু ব্রিজের নিকটে গান্ধী ঘাটে তর্পণ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার ছিল মহালয়া ।এই মহালয়া সামনে রেখে ভোর থেকে মেদিনীপুর শহরের কংসাবতী নদীর বীরেন্দ্র সেতু ব্রিজের নিকটে গান্ধী ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ। মহালায়া'র দিনে তর্পণ সারতে হাজির হন বহু পুণ্যার্থী।জগত ছেড়ে প্রিয়জনরা চলে যাওয়ায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করে থাকেন বংশধরেরা। তর্পণ এর মাধ্যমে স্মরণ করা হয় চিরতরের জন্য হারিয়ে যাওয়া প্রিয়জনদের।
মেদিনীপুর শহরের কংসাবতী নদীর বীরেন্দ্র সেতু ব্রিজের নিকটে গান্ধী ঘাটে নিরাপত্তার জন্য স্পিডবোর্ড দিয়ে নজরদারি চালানো হচ্ছে। নদীর ঘাটের পুরুষ ও মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে মেদিনীপুর পৌরসভা পক্ষ থেকে। নদীতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজরদারীর জন্য পুলিশী টহলদারি চলছে। এই মহালয়া উপলক্ষে স্থানীয় গান্ধী ঘাট তর্পণ ঘাটে তর্পণরত পুরোহিতদের বস্ত্র প্রদান করা হলো মেদিনীপুর পৌরসভা তরফ থেকে।

Latest