Skip to content

বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের পোশাকের সম্ভার নিয়ে এলো একই ছাদের তলায় মন ময়ূরী!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পুজোর আগে মেদিনীপুর শহরে বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের পোশাকের সম্ভার নিয়ে এলো একই ছাদের তলায় মন ময়ূরী। তারিখ উদ্বোধন হলো সন্ধ্যায় উদ্বোধনী উপস্থিত হয়েছিলেন মেদনীপুর পৌরসভার কাউন্সিলর সহ মেদিনীপুরের বিশিষ্ট গুণীজন। এই শোরুমে মানুষকে সরাসরি কোম্পানি থেকে রিটেল দামে বিক্রি করবে পোশাক। এরই সঙ্গে রয়েছে বাড়িতে বসে হোম ডেলিভার ব্যবস্থা। এর আগে কলকাতা শহরে ছিল মন ময়ূরী শোরুম। তাই এবার মেদিনীপুর শহরকে সরাসরি রিটেলার পোষাক পৌছে দেওয়ার জন্য উদ্বোধন হলো মন ময়ূরী শোরুম। মেদিনীপুর শহরের নান্নুর চোখ কেরানিতলা নন্দী বিল্ডিং এর নিচে। দোকানের কর্মকর্তা নুরুল হাসান বলেন এখানে থাকছে ছোট কিশোরী জামাপ্যান্ট থেকে শুরু করে বড় মহিলাদের শাড়ি কুর্তি লেহেঙ্গা বেনারসি সহ নানা ধরনের ডিজাইনার পোশাক পাওয়া যাবে। নিজেদের ডিজাইনার ও নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তৈরি করা শাড়ি যা অন্য কোন শোরুম বাহ বলে পাওয়া যাবে না বলে জানান। কেনাকাটার উপর বিশেষ ছাড় এবং উপহার রাখা হয়েছে। নুরুল হোসেন বলেন একসময় কলকাতা শহরে মন ময়ূরী শোরুম কাপড়ের চাহিদা ছিল প্রচুর কলকাতার মানুষদের। মেদিনীপুরের মানুষের চাহিদা বাড়বে এই মন ময়ূরীর পোশাক নিয়ে। মেদিনীপুর থেকে তারা কলকাতা গিয়ে এই মন ময়ূরীর পোশাক সংগ্রহ করত। মেদিনীপুর মানুষের চাহিদার জন্য আমাদের এই শোরুমকে পুজোর আগেই উদ্বোধন করা হল।

Latest