নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ঘাটাল ব্লকের দেওয়ানচক-১ গ্রাম পঞ্চায়েতের কনকপুরে ভগ্নপ্রায় কাঠের সেতু থেকে জলে পড়ে গিয়ে ওই গ্রামের নিশিথ চক্রবর্তীর(বয়স ৪১ বছর)গতকাল রাত্রিতে মৃত্যু হয়েছে। গতকাল রাত্রিতে গুডলিগ্রামে পূজা সেরে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখুঁজি শুরু হয়। আজ দুপুর একটার সময় সেতুর নিচে জল থেকে তার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় এলাকার স্থানীয় মানুষজন শোকে স্তব্ধ এবং ভীষণভাবে ক্ষুব্ধ হন। কাঠের ওই গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে বহু মানুষজন চলাচল করে। কাঠের সেতুটি অনেকদিন ধরেই চলাচলের অনুপযুক্ত ছিল। গত বন্যায় সেতুটি ভেঙে গিয়ে আরো খারাপ অবস্থা হয়। স্থানীয় জনগণ পঞ্চায়েতের নিকট বারবার দাবি জানালেও সেতুটি সংস্কার করা হয়নি। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্তর ওই গ্রামেই বাড়ি। তিনি সবই জানেন। ওই কাঠের সেতুর একদিকে পিচ রাস্তা অন্যদিকে ঢালাই রাস্তা।ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও অফিস সম্পাদক কানাই লাল পাখিরা বলেন,ওই স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। ২০২০ সালের ২৮ শে ফেব্রুয়ারি সাংসদ দেব পাকা ব্রিজ নির্মাণের জন্য শিলান্যাস করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত পাকা ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনিক কোন উদ্যোগ দেখা যায়নি। মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং অনতিবিলম্বে ভাঙা কাঠের সেতুর স্থানে পাকা ব্রিজ নির্মাণ করতে হবে।