নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনি থেকে কয়লা পাচারের খবর পেয়ে হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ এবং প্রায় ২ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে।৮০ ফুট গভীর সুড়ঙ্গ এক দু’দিনে খোঁড়া সম্ভব নয়। স্থানীয় সূত্রে খবর বহুদিন ধরেই ওই খোলামুখ খনি থেকে কয়লা পাচার চলছে। স্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানোরা খোলামুখ খনিতে সুরঙ্গাকৃতি বেআইনি খাদান তৈরি করেই চলছিল এই দেদার কয়লা উত্তোলন । আর সেখানেই সোমবার সন্ধ্যায় হানা দিল আসানসোল উত্তর থানার পুলিশ । আর এতদিন পর্যন্ত নাকি পুলিশের কাছে তার কোনও খবরই ছিল না ৷ এলাকাই হইচই হতেই পুলিশি অভিযান চলে । এরপর এদিন সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় বস্তা বস্তা কয়লা।