পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিধানসভা উপনির্বাচন আসন্ন মেদিনীপুরে। দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ নভেম্বর ভোট। ২০১১ থেকে মেদিনীপুরে তৃণমূলের প্রভাব বেড়েছে। ২০১১ সালের ভোটে এখানে জিতেছিলেন তৃণমূলের মৃগেন্দ্রনাথ মাইতি। ২০১৬ সালেও তিনিই জেতেন। ২০২১ সালে জিতেছিলেন জুন মালিয়া। এর মধ্যে ২০২০ সালের ডিসেম্বরে মারা যান মৃগেন্দ্রনাথ। তখন সামনেই বিধানসভা নির্বাচন ছিল বলে আর উপনির্বাচন হয়নি। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তৃণমূলের জুন মালিয়া।
২০২১ সালের ভোটে জিতেছিলেন তিনি। জুনকেই এ বার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল। জিতেছেন তিনি। লোকসভা ভোটে জেতার পরে নিয়মানুযায়ী বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন জুন। তারপরে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রটি বিধায়ক-শূন্য হয়ে পড়ে।
রাজ্যের ৬ কেন্দ্র উপনির্বাচনে দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশন।
১৩ ই নম্বর হবে উপ নির্বাচন আর গণনা ২৩ শে নভেম্বর। নেহাটি হাড়োয়া, মেদিনীপুর ,তালডাংরা, মাদারিহাট এবং সিতাইয়ে।রবিবার দুপুরে তৃণমূলের রাজ্য নেতৃত্বে অফিস থেকে রাজ্যে ছয় কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেন। মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনের প্রার্থী তৃণমূল সংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরার নাম ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণা পড়েই জেলা পার্টি অফিসে কর্মী সমোচ্চারা উল্লাসে মেতে ওঠে মানুষদের মুখ মিষ্টি করায়। তবে প্রার্থ ী সুজয় হাজরা বলেন মানুষ দুহাত তুলে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। এক প্রকারে বলা যায় উপনির্বাচনের পাঁচটি সুজয় হাজরা জয় নিশ্চিত।