Skip to content

প্রথমবার চাকরিতে ঢুকলেই পিএফে এক মাসের বেতন দেবে কেন্দ্র!

নিজস্ব সংবাদদাতা : কর্মসংস্থানকে চাঙ্গা করতে বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকার। যাঁরা প্রথমবার চাকরিতে ঢুকছেন, তাঁদের জন্য বিশেষ সুবিধার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে মধ্যবিত্ত এবং কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেবে সরকার, মঙ্গলবার বাজেট পেশের শুরুতেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এই প্রেক্ষিতে প্রথমবার সংগঠিত ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়া যুবদের জন্য বিরাট ঘোষণা করেন নির্মলা।অর্থমন্ত্রী জানিয়েছেন, যাঁরা প্রথম চাকরিতে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি কিস্তিতে এই টাকা দেবে কেন্দ্রীয় সরকার। প্রথমবার ইপিএফও-তে নাম নথিভুক্ত হলেই, তিন বারের কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। বেতন ১ লক্ষ টাকা পর্যন্ত হলেই এই সুবিধা মিলবে। এতে দেশের ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী উপকৃত হবে বলে দাবি নির্মলার। 

মঙ্গলবার টানা সাতবারের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুই লক্ষ কেটি টাকা বরাদ্দ সহ পাঁচটি প্রকল্পের একটি প্যাকেজের কথা ঘোষণা করেছেন। চলতি বছরে শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও এদিন  বাজেটে ইন্টার্নশিপের সুযোগ থেকে শুরু করে সরাসরি টাকা পাঠানো, কর্মচারীদের সহায়তা প্রদান-সহ একাধিক ঘোষণা করা হয়।

এদিন বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, বছরে ১ কোটি তরুণ তরুণী দেশের ৫০০টি শীর্ষ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ইন্টার্ন করার সময় প্রতিমাসে ৫ হাজার টাকা ভাতাও দেওয়া হবে তাঁদের। এছাড়াও সরকার এককালীন ৬ হাজার টাকা সহায়তা দেবে। পুরো বিষয়টি কার্যকর করতে সরকার নয়া প্রকল্প চালু করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


নির্মলা এদিন জানিয়েছেন, এই ইন্টার্নশিপের ১০ শতাংশ টাকা কোম্পানিগুলিকেই দিতে হবে। তাদের সিএসআর ফান্ড থেকে এই টাকার বন্দোবস্ত করতে হবে কোম্পানিগুলিকে। তা ছাড়া ট্রেনিংয়ের ব্যবস্থাও তাদেরই করতে হবে। বাকি খরচ বহন করবে সরকার।  

নির্মলার এই ঘোষণার পরই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, “আমি খুশি যে কংগ্রেসের ইস্তাহারে ঘোষণা করা প্রকল্প সরকার গ্রহণ করেছে। লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তাহারের ৩০ নম্বর পৃষ্ঠায় কর্মসংস্থানের সুযোগ বা়ড়ানোর জন্য ইন্টার্নশিপের কথা বলা হয়েছে।”

Latest