Skip to content

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ!

নিজস্ব সংবাদদাতা :  দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকছেন রাজ্য বিজেপির অন্যতম চর্চিত নেতা দিলীপ ঘোষ। আগামী শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপবাবু। বিধানসভা ভোটের আগে বিজেপির দিলীপ ঘোষের ফেরার অপেক্ষায় ছিলেন দলের অনেক নেতাকর্মীই। এই খবরে খুশি তারা। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ইতিমধ্যে শুরু হয়েছে সভার তোড়জোড়। তারই মধ্যে দিলীপ ঘোষের কাছে পৌঁছল আমন্ত্রণপত্র। যা বিজেপির পুরনো নেতাদের কাছে বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।

Latest