Skip to content

আলিপুরদুয়ার ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে প্রধানমন্ত্রী সভা!

নিজস্ব সংবাদদাতা : আগামী ২৯ মে আলিপুরদুয়ার শহরের ১৯ নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে প্রধানমন্ত্রী সভা। সেদিনই বাংলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রস্তুতি পর্বে মাঠের জল-কাদা ঢাকতে বালি-পাথর ফেলার কাজ চলছে। ডাম্পার, জেসিবি দিয়ে জোরকদমে সেই কাজ চালাচ্ছে প্রশাসন। অপরদিকে মাঠের পাশেই ট্রাকে ট্রাকে টেন্ট-সামগ্রী এসে অপেক্ষা করছে। জানা যায়, যতক্ষণ এসপিজি এসে মাঠ পরিদর্শন না করছেন, ততক্ষণ থমকে রয়েছে মঞ্চ বাঁধার কাজ। নিরাপত্তা হিসেবে জেলা পুলিশ ইতিমধ্যেই ময়দানের দখল নিয়ে আনাচে কানাচে সমস্ত জায়গা মেটাল-ডিটেক্টর ও স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু করেছে।

Latest