পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত অপরাজেয় মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার,বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের রেডক্রশ সোসাইটি হলে।এই অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে শ্রেণী ভিত্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে মোট ১৬ জনকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের প্রতিটি ক্লাশের প্রথম হিসেবে মোট ৩৭ জনকে সম্মাননা প্রদান করা হয় ।সেইসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অঙ্কন প্রদর্শনীরও আয়োজন ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্ত অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার এবং অঙ্কন প্রদর্শনীর প্রথম দ্বিতীয় তৃতীয়জনকে পুরস্কারে ভূষিত করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মঙ্গল প্রসাদ মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া, সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী পঙ্কজ পাত্র শিক্ষক সুদীপ মণ্ডল মহাশয়, শিক্ষক সঙ্গীত শিল্পী দীপেশ দে , প্রধান শিক্ষক স্নেহাশিষ চৌধুরী মহাশয়, শিক্ষক ক্ষৌনিশ মাইতি মহাশয়। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুচারুভাবে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য শিক্ষক শ্রীপতি চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন সংগঠনের শুভানুধ্যায়ী, সমাজকর্মী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য চিত্ততোষ পৈড়া, অশোক পাত্র,রমেন বাগ,সৌরেন্দ্রনাথ ভূঁইয়া, সনাতন গোস্বামী, বিশ্বজিৎ রানা,নিরুপম মন্ডল, জয়দেব সিং,শুভেন্দু দে,রাজকুমার রানা, সাব্বির হোসেন, প্রশান্ত মাজী,সমর বড় দোলই,অর্জুন কুমার দাস প্রমুখ।