Skip to content

মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ!

1 min read

নিজস্ব সংবাদাতা : আজ মহালয়া ।মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য রাজ্যের একাধিক নদীর ঘাটে ভিড় জমিয়েছে বাংলার মানুষ ৷ আশ্বিন মাসের শুক্লপক্ষে অমাবস্যা তিথিতে পিতৃ পক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা ৷ এই লগ্নে জলাশয়ে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে বৈদিক মন্ত্রচারণ করে জলদান করার প্রাচীন রীতি আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় । পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য রাজ্যের একাধিক নদীর ঘাটে গিয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ৷ তাই পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ৷ কলকাতা শহরের গঙ্গা পাড়ের মতো মেদিনীপুর শহরে কংসাবতী কাঁসাই নদীর পাড়ে গান্ধীঘাটে শুরু হয়েছে তর্পণ । এই বছর জলস্তর বেশি থাকার কারণে পুলিশি তৎপরতা নজরে এসেছে ।

Latest