Skip to content

এবিটিএ-এর উদ্যোগে শিক্ষা বাঁচাও যাত্রা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে রাজ্যে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে, সাধারণের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার স্বার্থে, অবিলম্বে স্বচ্ছতার সাথে সমস্ত শূন্যপদে শিক্ষক-শিক্ষিকর্মী নিয়োগ, সমকাকাজে সমবেতন, অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা ও বকেয়া মহার্ঘ রিলিফ প্রদান সহ আরও একগুচ্ছ দাবিতে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার আহ্বানে মেদিনীপুর শহরে রবিবার অনুষ্ঠিত হলো শিক্ষা বাঁচাও যাত্রা। এদিন বিকেলে মেদিনীপুর শহরের কর্মচারী ভবন থেকে তিন শতাধিক শিক্ষক শিক্ষিকার একটি মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে‌। মিছিল শেষে কালেক্টরেট মেন গেটের সামনে শিক্ষা বাঁচাও সভা অনুষ্ঠিত হয়। এদিন মিছিল ও সভায় নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য কমিটির নেতৃত্ব সাইদুল ইসলাম,জেলা সম্পাদক জগন্নাথ খান, জেলা সভাপতি মৃণাল কান্তি নন্দ,প্রাক্তন দুই জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ ও অশোক ঘোষ, খড়্গপুর মহকুমা সম্পাদক প্রভাস ভট্টাচার্য, সদর মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ, ঘাটাল মহকুমা সম্পাদক সুমন ঘোষ প্রমুখ। উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে এবিটিএ এর উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনের শিক্ষা বাঁচাও যাত্রা।

Latest