পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার সন্ধ্যা সময় মেদিনীপুর শহরে জুন মালিয়ার সমর্থনে প্রচারে আসেন সোহম। সাথে ছিলেন জুন মালিয়াও। পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৌ রায়ের উদ্যোগে বুধবার একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অশোকনগর চক থেকে মেদিনীপুর স্টেশন হয়ে ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে এই শোভাযাত্রা। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল সোহম। এদিন সোহম বলেন - মানুষ উন্নয়নে সামিল হয়েছে। লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত। আমি মানুষকে বলবো ২৫ তারিখ যেন সকলে ভোটদান করতে যান। অন্যদিকে অমিত শাহর উদ্দেশ্যে বলেন - উনারা হচ্ছেন নেতা, উনিতো আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। দলীয় কর্মীদের চাঙ্গা করতে ওরকম দু একটা উনাদেরকে বলতেই হয়। মানুষ ঠিক করে ফেলেছে উন্নয়নের জোয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আসবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মেজাজ হারিয়ে ফেলা প্রসঙ্গে বলেন - উনি ফ্রাস্টেটেড হয়ে পড়েছেন। সোহম চক্রবর্তী বললেন শুভেন্দু অধিকারী হতাশ হয়ে পড়েছেন যে কারণে যেখানেই যাচ্ছেন মেজাজ হারিয়ে ফেলছেন।